মাহমুদউল্লাহকে নিয়ে সুর পাল্টালেন বিসিবি সভাপতি

ক্রিকেট দুনিয়া May 18, 2023 404
মাহমুদউল্লাহকে নিয়ে সুর পাল্টালেন বিসিবি সভাপতি

বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে সব ছাপিয়ে আলোচনায় সাত নম্বর পজিশন নিয়ে। আর এই এক জায়গার লড়াইয়ে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো কয়েকজন।


এর আগে গেল শুক্রবার ১২ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, 'আমার ধারণা মাহমুদউল্লাহ রিয়াদ থাকবে বিশ্বকাপ দলে।'


আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে বিসিবি প্রধান জানালেন, বিশ্বকাপ একাদশে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জায়গা ঠিকঠাক। তবে পাপনের মতে, ৭ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজরা।


মিরপুর শেরে-ই বাংলার মাঠে আজ পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ, মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারব। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার ওপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।’


ফিল্ডিংয়ের জন্য আফিফ-মোসাদ্দেক এগিয়ে থাকলেও অভিজ্ঞতার দিক থেকে রিয়াদকে এগিয়ে রাখলেন পাপন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন।’


সূত্রঃ ঢাকা পোস্ট