টসে জিতে দিল্লিকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান । ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বীশ ঝোড়ো ব্যাটিং শুরু করেন। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলেন তারা !!
ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ওয়ার্নারের সহজ ক্যাচ ছাড়েন চাহার । এই সহজ ক্যাচ মিসের পর বেশ রাগান্বিত দেখা যায় প্রীতি জিন্তাকে !! একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেনি ওয়ার্নার !! পাঁচটি চার ও ২টি ছয় মেরে ৩১ বলে ৪৬ রান করে ফেরেন তিনি ।
ওয়ার্নার ফিরলেও ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পৃথ্বী শাহ। সাতটি চার ও একটি ছয়ে ৩৮ বলে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ব্যাটে ঝড় তোলেন রিলি রুসৌ। ২৫ বলে করেন হাফসেঞ্চুরি । ৬টি চার এবং ৬টি ছক্কার হাত ধরে ৩৭ বলে অপরাজিত থাকে ৮২ রানে । তাঁকে শেষের দিকে কিছুটা সঙ্গ দেন ফিল সল্ট।
শেষ পর্যন্ত ২ উইকেটে ২১৩ রানের বড় ইনিংস গড়ে দিল্লি।
৩৬ রানে ২ উইকেট নেন স্যাম কারান।
গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে দিল্লি ক্যাপিটালস। নিজের প্রথম বলেই আউট হয়ে শূন্য হাতে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। আর এক ওপেনার প্রভ-সিম-রন সিং-ও ১৯ বলে ২২ করে সাজঘরে ফিরেন। পাঞ্জাবের ৫৫ ও ব্যক্তিকত ৩ রানেই সাজঘরে ফিরতেন লিভিংস্টোন কিন্ত তার সহজ ক্যাচ ছাড়েন আনরিচ নরকিয়া !! এরপর আবারও পাঞ্জাবের ৬৭ ও ব্যক্তিগত ৩৫ রানের সময় ইয়াস দুলের ক্যাচ মিসে জীবন পান অথর্ব তাইদে । সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন তারা । তবে ৪২ বলে ৫৫ করে অথর্বের রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরাটাই কাল হয় পঞ্জাবের। এর পর কেউ ক্রিজে এসে সে ভাবে লড়াই করতে পারেননি। লিয়াম লিভিংস্টোন একাই দুর্গ আগলে যুদ্ধ চালিয়ে যান।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান। লিভিংস্টোন দ্বিতীয় বলে এক ছক্কা, তার পর চার ও চতুর্থ বলে আবার ছক্কা মারলে ম্যাচটা তখন রোমাঞ্চকর হয়ে দাঁড়ায়। দিল্লির দুর্ভাগ্য চতুর্থ ডেলিভারিটি নো হলে শেষ তিন বলে প্রয়োজন পড়ে ১৬ রান। প্রান্ত আগলে বিস্ফোরক ব্যাটিং করতে থাকা লিভিংস্টোন থাকায় সেটি অসম্ভবও ছিল না। কিন্তু শেষ তিন বলে কিছুই করতে পারেননি তিনি। বরং শেষ ডেলিভারিতে ৪৮ বলে ৯৪ রানে আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৫ রানের জয় পায় দিল্লি !!