গত বছর থেকে মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। স্লো স্ট্রাইক রেটের কারণে দলের ফিনিশিং লাইনে তাকে মানাচ্ছে না এমন অভিযোগ করেছেন অনেকেই। মাঠের ক্রিকেটেও দেখা গেছে তার প্রতিফলন।
টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন আরও আগে। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাদ পড়েছেন ওয়ানডে দল থেকেও। এরপর অ্যাওয়ে সিরিজেও নেই তিনি। অনেকেই বলা শুরু করে দিয়েছিলেন, দল থেকে বোধহয় চিরতরে বাদ পড়লেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে পরবর্তীকালে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে নির্বাচক সবাই জানিয়েছেন, শুধু বিশ্রামেই পাঠানো হয়েছে তাকে।
গত দুই সিরিজে মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেয়ার পর সেই পজিশনে অনেককে চেষ্টা করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর্ব চলছে এখনও। তাই মাহমুদউল্লাহ আবার ফিরতে পারেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সোমবার (১৫ মে) ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে রিয়াদের বিষয়ে মন্তব্য করেছেন সাকিব।
চলতি বছরের শেষদিকে ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, যে জায়গাটার কথা বলা হচ্ছে সেখানে প্রতিযোগিতা শুধু একজনের না, অনেকজনের। আর প্রতিটি খেলোয়াড়ই সেখানে পারফর্ম করছেন। আপনি যদি ঘরোয়া ক্রিকেটের দিকে তাকান আফিফ আছে ওখানে, মোসাদ্দেক আছে, সোহান আছে, রিয়াদ ভাই ওখানে অসাধারণ খেলেছেন।
এছাড়া দলের সঙ্গে এখন রাব্বি আছে আর মিরাজও সাতে ভালো ব্যাটিং করছে। একটা জায়গার জন্য ছয়-সাতজন অপশন। সিদ্ধান্তটা মোটেও সহজ না। আমি নিশ্চিত বিশ্বকাপের সময় কন্ডিশন মাথায় রেখে, প্রতিপক্ষ মাথায় রেখে নির্বাচক এবং কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪