আজই প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেছেন তরুণ এই পেসার। বোলিং এ তেমন সুবিধা করতে না পারলেও নিয়েছেন দুর্দান্ত এই ক্যাচ !!
টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯ তম ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে টাইগাররা !!
২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আয়ারল্যান্ড !!
অভিজ্ঞ ব্যাটার স্টার্লি আর বালবার্নিকে কোনোভাবেই ফেরাতে পারছিল না বাংলাদেশের বোলাররা।
পেসার এবাদত ২৭ তম ওভারে বালবার্নি কে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন।
এবাদতের পর আইরিশ শিবিরে আঘাত হানেন মিরাজ । ৩২ তম ওভারে বল করতে আসেন মিরাজ । সে ওভারের প্রথম বলেই ফিরলেন স্টার্লিং। অফ স্টাম্পে বাড়তি বাউন্সের বলে টেনে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়েছেন স্টার্লিং, শর্ট থার্ডম্যানে দারুণ ক্যাচ ধরেছেন মৃত্যুঞ্জয়!
সবাইকে অবাক করে লাফ দিয়ে বাজপাখির ন্যায় ক্যাচটি লুফে নেন তিনি !!
স্টার্লিং থেমেছেন ৭৩ বলে ৬০ রানে।