দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ রেকর্ড ৩১৯ রান তাড়া করে জিতেছে। একই মাঠে ব্যাটাররা সেট হয়ে আউট হওয়ায় বড় রান হলো না সিরিজ জয়ের আশা নিয়ে নামা বাংলাদেশ দলের। নিয়মিত উইকেট হারিয়ে বাংলাদেশ সাত বল থাকতে ২৭৪ রানে অলআউট হয়েছে।
চেমসফোর্ডে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় একাদশে আনতে হয়েছে তিন পরিবর্তন। রনি তালুকদারের অভিষেক করানো হয়েছে।
স্পিনার তাইজুল ইসলামকে বাদ দিয়ে অভিষেক করানো হয়েছে তরুণ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। এছাড়া শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে মুস্তাফিককে নেওয়া হয় একাদশে।
চেমসফোর্ডে আগে ব্যাটিং করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান এসেছে তামিমের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন মুশফিক, মিরাজের ব্যাট থেকে এসেছে ৩৭ রান।
সূত্রঃ অনলাইন