সিরিজের শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। চোটের কারণে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। খেলানো হচ্ছে না পেসার শরীফুল ইসলামকেও।
এ দুজনের জায়গায় দলে এসেছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী। রনির ওয়ানডে অভিষেক হচ্ছে, মৃত্যুঞ্জয়ের আন্তর্জাতিক অভিষেক। দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও। তাঁকে জায়গা করে দিয়েছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দলে একটিই পরিবর্তন—গ্রাহাম হিউমের বদলে খেলানো হচ্ছে ক্রেইগ ইয়াংকে।
একাদশঃ অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
সূত্রঃ প্রথম আলো