ইনজুরিতে দেড় মাসের জন্য ছিটকে গেলেন সাকিব

ক্রিকেট দুনিয়া May 14, 2023 2,156
ইনজুরিতে দেড় মাসের জন্য ছিটকে গেলেন সাকিব

হাতের আঙুলে চিড় ধরায় আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। চোট কাটিয়ে খেলায় ফিরতে লাগবে অন্তত ৬ সপ্তাহ। তিন সপ্তাহ পর ঘরের মাঠে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ।


শুক্রবার চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের কাভার ড্রাইভে ক্যাচ ধরার সময় সাকিব বাঁহাতের তর্জনীতে চোট পান।


চোট নিয়ে অবশ্য পরে ব্যাটিংও করেন এ অলরাউন্ডার। তখনও কিছুই আঁচ করা যায়নি। ব্যথা না কমায় খেলা শেষে এক্স-রে করার পর ফ্র্যাকচার ধরা পড়ে।


বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, এ ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে কমপক্ষে ৬ সপ্তাহ লাগে।


আফগানদের বিপক্ষে সিরিজেও সাকিবকে পাওয়া নিয়ে থেকে গেলো অনিশ্চয়তা। এর আগেও একবার আঙুলের চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হয়েছে সাকিবকে।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন