আইপিএলে নো বল নিয়ে চরম বিতর্ক, লখনউয়ের ডাগআউটে ছোড়া হলো বোতল বন্ধ হল খেলা !

ক্রিকেট দুনিয়া May 14, 2023 2,568

আইপিএল ২০২৩-এর ৫৮তম লিগ ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স। প্রথম ইনিংসের ১৯তম ওভারে হায়দরাবাদের ব্যাটসম্যান আব্দুল সামাদকে হাই ফুলটস বল করেন লখনউয়ের পেসার আবেশ খান। ফিল্ড আম্পায়ার নো-বল ডাকেন। তবে লখনউ সুপার জায়ান্টস রিভিউয়ের আবেদন জানায়।


টেলিভিশন রি-প্লে দেখে অনেকেরই মনে হয় যে, সেটি যথার্থই নো-বল ছিল। তবে তৃতীয় আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত নাকচ করে সেটিকে ফেয়ার ডেলিভারি বলে ঘোষণা করেন। আর তাতেই রেগে যায় হায়দরাবাদ সমর্থকরা গ্যালারি থেকে বোতল ছোড়ে লখনউয়ের ডাগ-আউটে।


বড়সড় বিপদ ঘটতে পারে বুঝেই লখনউয়ের সাপোর্ট স্টাফরা মাঠে নেমে পড়েন।

তাঁরা ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে।


ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। নিরাপত্তারক্ষীদের চেষ্টায় পরে আবার খেলা শুরু হয়।


যদিও তাতে দর্শকদের ক্ষোভ কমেনি মোটেও। বরং লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকে দেখতে পাওয়া মাত্রই দর্শকরা কোহলি-কোহলি বলে চিৎকার করতে শুরু করেন।