টেক্টর ঝড়ে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের বিশাল সংগ্রহ

ক্রিকেট দুনিয়া May 12, 2023 1,204
টেক্টর ঝড়ে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের বিশাল সংগ্রহ

দীর্ঘক্ষণ বৃষ্টির পর টস জিতে বোলিং নেন অধিনায়ক তামিম। পেসাররা সুবিধা পাবেন জেনেও তিন স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। ওই স্পিনাররা সুবিধা করতে পারেননি। শুরুতে আইরিশদের দুই উইকেট নিলেও ৪৫ ওভারের ম্যাচে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে স্বাগতিকরা।


প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছে আয়ারল্যান্ডের। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় তারা। শূন্য করে ফিরে যান পল র্স্টালিং। পেসার হাসান মাহমুদ ১৬ রানে তুলে নেন দ্বিতীয় উইকেট। এরপর আন্দ্রে বালর্বিনি ও হ্যারি টেক্টর ৯৮ রানের জুটি গড়েন।


অধিনায়ক বালর্বিনি ৫৮ বলে পাঁচটি চারে ৪২ রান করে ফিরে যান। অন্য প্রান্তে টেক্টর খেলে যাচ্ছিলেন। তাকে রেখে লরকান টাকার (১৬) ও কার্টুস ক্যাম্পার (৮) সাজঘরে ফেরেন। চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে টেক্টর ও জর্জ ডকরেল ১২৯ রানের জুটি গড়ে ওই চাপ সামলে দলকে বড় রানের পথে তুলে নেন।


টেক্টর ফিরে যাওয়ার আগে খেলেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। ৪২তম ওভারে এবাদতের বলে বোল্ড হওয়ার আগে ১১২ বলের মুখোমুখি হয়ে দশটি ছক্কা ও সাতটি চার মারেন তিনি। জর্জ ডকরেল খেলেন ৭৪ রানের হার না মানা ইনিংস। তিনি ৪৭ বল খেলে চারটি ছক্কা ও তিনটি চার মারেন।


সূত্রঃ সমকাল অনলাইন