সিরিজের দ্বিতীয় ওয়ানডে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিমের ভাষায়, এতে চমকের কিছু নেই। বাংলাদেশ সময় খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৫ ওভার কমে খেলা হবে ৪৫ ওভারে।
কোনো পরিবর্তন নেই বাংলাদেশ দলে। ফলে একাদশের বাইরেই থাকছেন মোস্তাফিজুর রহমান।
একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আগের ম্যাচের দল নিয়ে নামছে আইরিশরাও।
একাদশঃ অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার