আইসিসির র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া May 11, 2023 1,395
আইসিসির র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকে গেল পাকিস্তান

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বপ্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে পাকিস্তান। কিন্তু ৪৮ ঘণ্টা পরই শীর্ষস্থান হারায় বাবর-রিজওয়ানরা। কেননা শর্ত ছিল শেষ ওয়ানডেতে জয়লাভ করতে পারলে শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে ম্যান ইন গ্রিনদের। কিন্তু তারা দুর্ভাগ্যক্রমে সেই ম্যাচটি হেরে বসে।


তবে শীর্ষস্থান হারানোর চারদিনের মাথায় বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানকে সুসংবাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে উন্নতি হয়েছে বাবর-রিজওয়ানদের।


আইসিসির প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে দেখা যায় গত রোববার (৭ মে) র‌্যাঙ্কিংয়ের তৃতীয়স্থানে নেমে যাওয়া পাকিস্তান হালনাগাদ হওয়া নতুন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যেখানে তাদের রেটিং দেখাচ্ছে ১১৬।


অন্যদিকে পাকিস্তানের এমন সুসংবাদের দিনে দুঃসংবাদ শুনতে হয়েছে ভারতকে। তারা এক পয়েন্ট কম পেয়ে নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে। তাদের রেটিং পয়েন্ট ১১৫। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং দেখাচ্ছে ১১৮।


এ ছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। বাংলাদেশের ৯৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই অবস্থান করছে। তারপরেই রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।


সূত্রঃ চ্যানেল২৪