পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে না আসলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। তারা ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অংশ নিতে রাজি।
সংবাদ মাধ্যম ক্রিকবাজ নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেই এই তথ্য দিয়েছে। তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভেন্যু নিয়ে পিসিবির কিছু শর্ত আছে। এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ভেন্যুর বিষয়ে আলোচনা করতে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসির দুবাই হেডকোয়ার্টারে দু’দিন বৈঠকও করেছেন।
ক্রিকবাজ দাবি করেছে, ভারতের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে চারটি ভেন্যু অর্থাৎ আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও ব্যাঙ্গালুরুতে। এর মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর এক লাখের ওপরে দর্শক ধারণক্ষম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করতে চায় বিসিসিআই।
কিন্তু পাকিস্তান তাদের ম্যাচ মোদি স্টেডিয়ামে খেলতে রাজি নয়। তারা সেখানকার ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেছে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচও রাখা হয়েছে মোদি স্টেডিয়ামে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ওই স্টেডিয়ামে ম্যাচ খেলতে তাদের আপত্তি নেই বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ সমকাল অনলাইন