ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে সবকটিতে জয় প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচেই কপাল পুড়েছে তাদের। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি ৮ দলের শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে সাউথ আফ্রিকা। আইরিশদের এখন খেলতে হবে বাছাইপর্ব।
অক্টোবরে ভারতের মাটিতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের জন্য ওয়ানডে চ্যাম্পিয়নশিপের আয়ারল্যান্ড সিরিজটি কেবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই গুরুত্বপূর্ণ ছিল। তবে আইরিশ ও প্রোটিয়াদের জন্য ছিল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার লড়াই।
লড়াইটা আইরিশ ও প্রোটিয়াদের মধ্যে সরাসরি না হলেও বাংলাদেশের সঙ্গে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় মিশন থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। দশ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপের বাকি দুই দলকে খেলতে হবে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব।
ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচের পাঁচ দল, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস থেকে যেকোনো দুই দল খেলতে পারবে বিশ্বমঞ্চে।
বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আটটি দল হল-স্বাগতিক ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা।
সূত্রঃ চ্যানেল আই