বিনামূল্যে অনলাইনে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ক্রিকেট দুনিয়া May 8, 2023 1,752
বিনামূল্যে অনলাইনে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে খেলা সম্প্রচার না হলেও বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দেখা থেকে বঞ্চিত হবেন না বাংলাদেশিরা। আইসিসি টিভি সরাসরি সম্প্রচার করবে এই সিরিজের তিনটি ম্যাচ, যা দেখা যাবে বাংলাদেশ থেকেও। যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী বিনামূল্যে খেলা দেখতে পারবেন আইসিসি টিভিতে।


খেলা দেখার জন্য দর্শকদের কোনো মূল্য পরিশোধ করতে হবে না। অর্থাৎ বিনামূল্যেই আইসিসি টিভিতে খেলা দেখা যাবে। এর আগে বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট সফরে টিভি চ্যানেলে খেলা দেখা নিয়ে জটিলতা সষ্টি হলে দর্শকরা টেস্ট সিরিজ দেখেছিলেন আইসিসি টিভিতে। তবে সেবার মূল্য পরিশোধ করতে হয়েছে।


আয়ারল্যান্ডের দর্শকরা এই তিনটি ম্যাচ দেখতে পারবেন প্রিমিয়ার স্পোর্টসে। নর্থ আমেরিকায় খেলা দেখা যাবে উইলো টিভিতে। আর ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। তবে ইংল্যান্ডরে দর্শকদেরও খেলা দেখার জন্য আইসিসি টিভির আশ্রয় নিতে হবে।


খেলা সম্প্রচারের দায়িত্ব মূলত স্বাগতিক বোর্ডের। এই সিরিজের আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২৬ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হোম সিরিজের ব্রডকাস্টিং রাইটসের মালিক পিচ ইন্টারন্যাশনাল।


ফলে এই স্পোর্টস মার্কেটিং এজেন্সির কাছ থেকেই সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনতে হতো বাংলাদেশি চ্যানেলগুলোকে। কিন্তু সম্প্রচার স্বত্ব নেওয়ার নানা শর্তে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বনিবনা হয়নি। তাই খেলা সম্প্রচারের ইচ্ছা থাকা সত্ত্বেও সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান বা টিভি চ্যানেল।


তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৯ মে। পরের দুইটি ম্যাচ হবে যথাক্রমে ১২ মে ও ১৪ মে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।


আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে বাংলাদেশের আর তিনটি ম্যাচ বাকি আছে। আয়ারল্যান্ডেরও বাকি আছে তিনটি ম্যাচ। বাংলাদেশ ইতোমধ্যে নিশ্চিত করেছে সরাসরি বিশ্বকাপে খেলা আয়ারল্যান্ডের ভাগ্য এখনো ঝুলে আছে।


সূত্রঃ বিডিক্রিকটাইম