এশিয়া কাপের বদলে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান!

ক্রিকেট দুনিয়া May 8, 2023 1,484
এশিয়া কাপের বদলে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান!

এশিয়া কাপ বাতিল হলে তাহলে সে সময় ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে বাবর আজমদের। এমনটা হলে, ভারত আয়োজন করবে পাঁচ দেশের টুর্নামেন্ট।


এই বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ বাতিল হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের পরিকল্পনা ‘বি’ এর অংশ হিসাবে বিভিন্ন বোর্ডের সাথে যোগাযোগ শুরু করেছে, পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিওসুপার ডটটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে।


বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চাপে বাধ্য হয়ে পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে পুরো এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। শুধুমাত্র দুটি বিকল্প আছে, হয় পাকিস্তানে খেলা অথবা হাইব্রিড মডেল গ্রহণ করা।


পাকিস্তানের বাইরে পুরো টুর্নামেন্ট আয়োজন করলে তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার সমস্ত প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। এটি ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রভাব ফেলবে।


যদি এশিয়া কাপ বাতিল হয়ে যায় বা ভারত এশিয়ান ইভেন্টের প্রতিরূপ হিসাবে একটি পাঁচ জাতির টুর্নামেন্ট সেট আপ করে, তাহলে পাকিস্তান আইসিসি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলবে।


এ বিষয়ে পিসিবি বিভিন্ন বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে সূত্রে জানা গেছে। এশিয়া কাপের উইন্ডোতে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বিবেচনাধীন রয়েছে।


এশিয়া কাপের উইন্ডোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলও ব্যস্ত থাকবে। ভারতের পাঁচ দেশের টুর্নামেন্টের ক্ষেত্রে ব্যস্ত থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।


সূত্রঃ ক্রিকেট৯৭