যে কারণে বাংলাদেশে সরাসরি সম্প্রচার হবেনা সাকিবদের খেলা

ক্রিকেট দুনিয়া May 8, 2023 443
যে কারণে বাংলাদেশে সরাসরি সম্প্রচার হবেনা সাকিবদের খেলা

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সম্প্রচার সত্ত্ব কিনেছে প্রিমিয়ার স্পোর্টস। তাদের থেকে ফিড কিনে খেলা দেখানোর আগ্রহ ছিল বাংলাদেশের চ্যানেলগুলোর। কিন্তু মাত্রাতিরিক্ত অর্থ দাবি করায় সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এতে সাকিব-তামিমদের খেলা দেখা যাবে না বাংলাদেশ থেকে।


তিন ম্যাচের সিরিজে খেলা সরাসরি সম্প্রচারের যে মূল্য ধরেছে প্রিমিয়ার স্পোর্টস, সেটিকে অযৌক্তিক মনে হচ্ছে চ্যানেলগুলোর কাছে। আর্থিক ক্ষতির শঙ্কা থাকায় এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কেউই।


আগামীকাল মঙ্গলবার থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে এই সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট।


স্বাভাবিকভাবেই সেখানে নেই বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের নাম। বাংলাদেশের নামের পাশে লেখা- ‘দ্রুত নিশ্চিত করা হবে।’ ইংল্যান্ডের কোনো চ্যানেলও দেখাবে না সিরিজটি।


তবে ভারতের দর্শকরা সিরিজটি উপভোগ করতে পারবেন। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন দেশটির দর্শকরা। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন। নর্থ আমেরিকার দর্শকরা উইলো টিভিতে সাকিব-তামিমদের খেলা দেখতে পারবেন।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন