বিশ্বকাপে মাহমুদউল্লাহর দলে থাকা প্রসঙ্গে যা বললেন তামিম

ক্রিকেট দুনিয়া May 7, 2023 411
বিশ্বকাপে মাহমুদউল্লাহর দলে থাকা প্রসঙ্গে যা বললেন তামিম

আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। চলতি বছরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর তাই মাহমুদুল্লাহ বাদ পড়া নিয়ে চলতে থাকে আলোচনা। ইংল্যান্ডে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহর। আর তাই অনেকেই রিয়াদকে দেখছেন না বিশ্বকাপ পরিকল্পনায়। তবে রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ‘ইতিবাচক বার্তা’ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।


রোববার (৭ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা)। কিন্তু তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। শুধু উনি না, এই মুহূর্তে যারা দলে নেই, কিন্তু লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’


এশিয়া কাপের দল দিলেই সব পরিষ্কার হয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা যখন এশিয়া কাপ খেলবো তখন একটা আইডিয়া পেয়ে যাবেন। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে তাহলে আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য আসবে। এই সিরিজ, হয়তো এরপরের সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।’


সূত্রঃ ইত্তেফাক অনলাইন