লিটনের বদলি হিসেবে নতুন ক্রিকেটারকে দলে ভেড়াল কলকাতা

ক্রিকেট দুনিয়া May 4, 2023 523
লিটনের বদলি হিসেবে নতুন ক্রিকেটারকে দলে ভেড়াল কলকাতা

কেকেআরের জার্সিতে চলতি আইপিএলে লিটন দাসের যাত্রাটা সুখকর হয়নি। মাত্র এক ম্যাচে সুযোগ পেয়েই একাদশ থেকে ছিটকে যান তিনি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আইপিএলেও লিটনের অংশগ্রহণ ছিল অসম্ভব। নির্ধারিত সময়ের আগে কেকেআর শিবির ছেড়ে দেশে ফিরেন বাংলাদেশি এই ব্যাটার।


লিটনের বদলি হিসেবে নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেড়াবে কিনা কেকেআর তা নিয়ে ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত লিটনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা। লিটনের মতো ৫০ লাখ ভারতীয় রুপিতেই চার্লসকে দলে নিয়েছে কলকাতা।


প্রথমবারের মতো আইপিএলে অংশ নিতে যাওয়া চার্লস এর আগে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের জার্সিতে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে এই ওপেনারের। ২০১২ এবং ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।


সূত্রঃ চ্যানেল ২৪