পুরানো মোবাইল কেনার টিপস

মোবাইল টিপস May 5, 2016 1,333
পুরানো মোবাইল কেনার টিপস

নিজের স্মার্টফোনটি কিছুদিন ব্যবহারের পরই অনেকের কাছে তা পুরোনো মনে হয়। এসময় অনেকেই ফোনটি বিক্রি করে নতুন ফোন কিনে থাকেন। এক্ষেত্রে আবার পুরোনো ফোনও অনেকেই কিনে থাকেন। পুরোনো ফোন কিনতে গেলে ফোনের হার্ডওয়্যার নিজে চেক করে নেওয়াই ভালো।


সেক্ষেত্রে ফোনটি হাতে নিয়ে খানিকটা ফোনের হার্ডওয়্যার কনফিগারেশন চেক করে দেখুন। কিছু অ্যাপস চালিয়ে ফোনের গতি সম্পর্কেও ধারণা নিয়ে নিতে পারেন। একইসাথে খানিকটা সময় ইন্টারনেট ব্রাউজ করে চেক করে নিন ডাটা কমিউনিকেশনে কোনো ঝামেলা রয়েছে কি না।


পাশপাশি সাথে একটি ল্যাপটপ নিয়ে গেলে তাতে ফোনটি সংযুক্ত করে কিছু ডাটা ট্রান্সফার করেও দেখে নিতে পারেন।