ফেইসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে ফেইসবুক ডটকমে গিয়ে ব্যবহারকারীকে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে লগ-ইন করতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা অ্যারো আইকনে ক্লিক করার পর Settings-এ ক্লিক করতে হবে।
তারপর বাঁ পাশে থাকা security and login-এ ক্লিক করলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে login-এর নিচে থাকা change password-এ ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য একটি উইন্ডো দেখা যাবে।
সেখান থেকে current ঘরে বর্তমানে থাকা পাসওয়ার্ডটি দিয়ে new ঘরে নতুন পাসওয়ার্ড দিতে হবে।
re-type new ঘরেও নতুন পাসওয়ার্ডটি আরেকবার দিতে হবে।
সব শেষে save changes অপশনে ক্লিক করলেই নতুন পাসওয়ার্ড কার্যকর হবে।