শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের পর্দা উঠবে ৩০ জুলাই। এবছর টুর্নামেন্টের সব ম্যাচ কলম্বো এবং ক্যান্ডির মাঠে হবে। ২০ আগস্ট ফাইনাল। পাঁচ দলের অংশগ্রহণে আসর। প্রতিটি দল ছয়জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।
সবকিছু ঠিক থাকলে ৪ জুন হবে প্লেয়ার ড্রাফট। ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আছে ড্রাফটে।
সাকিব ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেনের নাম আছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেটাররা ড্রাফটে জায়গা পেয়েছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, এবছর ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভো এবং কাইরেন পোলার্ডের পাশাপাশি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বড় অনেক নামই আসরে থাকতে পারে।
ড্রাফটে তারকা খেলোয়াড়দের মধ্যে নাম আছে ম্যাথু ওয়েড, শন মার্শ, ডি’আর্চি শর্ট, উসমান খাজা, লুনগি এনগিদি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, নাসিম শাহ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েলের।
টাইগার ক্রিকেটাররা শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম পর্বে খেলার জন্য উন্মুক্ত থাকবেন। কারণ জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
সূত্রঃ চ্যানেল আই অনলাইন