আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়ে দারুণ জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবু সংবাদের শিরোনাম হলেন দলটির তারকা পেসার মোহাম্মদ সিরাজ। খেলা চলাকালে সতীর্থের ওপর রেগে গিয়ে খবরে এসেছেন তিনি।
রাজস্থানের ব্যাটিং ইনিংসে একপর্যায়ে বোলিং করছিলেন সিরাজ। সেসময় স্ট্রেইট থেকে বল কুড়িয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পের অনেক বাইরে থ্রো করেন মহিপাল লোমরো। এতে প্রতিপক্ষের ব্যাটাররা অনায়াসে ২ রান নিয়ে নেন।
ফলে মহিপালের উদ্দেশে চিৎকার করে ওঠেন সিরাজ। তার ওপর ভীষণ মেজাজ হারান তিনি। স্টাম্প মাইকে তা স্পষ্ট শোনা গেছে।
পরে ইউটিউবে এক ভিডিওতে মহিপালের কাছে ক্ষমা চান সিরাজ। তিনি বলেন, আমি খুব রাগী। ইতোমধ্যে মহিপালের কাছে দুইবার ক্ষমা চেয়েছি। এ ঘটনায় আমি খুবই দুঃখিত। আমার সব আক্রমণ মাঠে। বাইরে কোনও আগ্রাসন নেই।
জবাবে মহিপাল বলেন, সিরাজ ভাই, আমি কিছু মনে করিনি। বড় ম্যাচে এরকমটি ঘটেই থাকে।
রোববার জস বাটলারকে শূন্য রানে ফিরিয়ে শুভসূচনা এনে দেন সিরাজ। ম্যাচের পর তার উদ্দেশে বেঙ্গালুরু অধিনায়ক কোহলি বলেন, রান একটু বেশি দিলেও কার্যকরী বোলিং করেছে সিরাজ। ইনফর্ম ব্যাটার বাটলারকে আউট করেছে সে। তাতে রাজস্থানের রান তোলার গতি মন্থর হয়ে যায়।
সিরাজ বলেন, দলের জন্যে যেকোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি। সবসময় নতুন বলে উইকেট নেয়ারই চেষ্টা করি। সেটা ভালোভাবেই করতে পারছি। এতে আমি খুশি।
সূত্রঃ চ্যানেল ২৪