লাহোরে পাকিস্তানকে হারিয়ে সিরিজে টিকে রইল কিউইরা

ক্রিকেট দুনিয়া April 18, 2023 2,308
লাহোরে পাকিস্তানকে হারিয়ে সিরিজে টিকে রইল কিউইরা

সিরিজের প্রথম দুইটিতে জিতে এগিয়ে ছিল স্বাগতিক পাকিস্তান। তাই তৃতীয় ম্যাচটি ছিল সফরকারি নিউজিল্যান্ডের কাছে ডু অর ডাই ম্যাচ। কেননা এ ম্যাচটি হারলে যে সিরিজই হেরে বসবে তারা। আর সে ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জয় তুলে নিয়েছে কিউইরা। এতে করে সিরিজে টিকে রইল তারা। পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ এ এগিয়ে।


সোমবার (১৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথামের ৬৪ রানে ভর করে ১৬৩ রানের পুঁজি গড়ে কিউইরা। জবাবে পাকিস্তান ইফতিখার আহমদের তাণ্ডবের পরও ১৫৯ রান করতে সক্ষম হয়। এতে করে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।


নিউজিল্যান্ডের দেয়া টার্গেট পূরণ করতে এক পর্যায়ে পাকিস্তানের শেষ ৩ বলে প্রয়োজন ছিল ৫ রান। ক্রিজে তখন ইনিংসে ৬ ছক্কা মারা ব্যাটার ইফতিখার আহমেদ। তাই সমর্থকরা আশায় ছিলেন ম্যাচটি জিততেই যাচ্ছে পাকিস্তান। কিন্তু জিমি নিশামের চতুর্থ বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরলে আর জয় সম্ভব হয়নি পাকিস্তানের।


এদিন কিউইদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫০ পেরুনোর আগেই বাবর-রিজওয়ানসহ ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। সেখান থেকে আর বের হতে পারেনি তারা। দলীয় ৮৮ রান করতে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফ।


এ দুজন অষ্টম উইকেট জুটিতে গড়েন ৬১ রানের জুটি। দলীয় ১৪৯ রানে ফাহিম আউট হলে ভাঙে জুটি। আর জয় থেকে ৪ রান দূরে থাকতে ইফতিখার আউট হলে আর জয় পাওয়া হয়নি পাকিস্তানের। বিদায়ের আগে ইফতিখার ২৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬০ রান করেন।


টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা সুবিধা হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ২০ রানেই প্রথম উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৩৩ রান। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি।


সূত্রঃ চ্যানেল ২৪