মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 16, 2023 1,783
মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশ

কেকেআরের হয়ে আইপিএলে অভিষেকের অপেক্ষায় লিটন দাস। অপেক্ষা কি আরও বাড়বে? নাকি আজ’ই হবে লিটনের স্বপ্নের যাত্রা শুরু। ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে প্রস্তুত কেকেআর।


আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ গত ম্যাচে কোন রান করতে পারেননি। তাঁকে বসিয়ে লিটন দাসের অভিষেক করাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট।


শেষ দুই ম্যাচ ধরব বাকি কোটায় লকি ফার্গুসনকে নিয়ে কোলকাতার ভরসা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনে। তবে রানখরায় ভুগতে থাকা আন্দ্রে রাসেলের জায়গায় আজ সুযোগ পেতে পারেন ডেভিড ভিসা।


শেষ ম্যাচে ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হার দেখে নাইট রাইডার্সরা। কেকেআরের খেলা ৪ ম্যাচের মধ্যে ২টি জয় ও ২টি হার।


কোলকাতার সম্ভাব্য একাদশ:

লিটন দাস/রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), এন জগদীশান, নিতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল/ডেভিড ভিসা, রিঙ্কু সিং, শারদুল ঠাকুর, সুনীল নারাইন, লুকি ফার্গুসন, উমেশ যাদব, সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী।


সূত্রঃ অনলাইন