আইপিএল না খেলায় ক্ষতিপূরণ পাচ্ছেন সাকিব-তাসকিন

ক্রিকেট দুনিয়া April 12, 2023 4,226
আইপিএল না খেলায় ক্ষতিপূরণ পাচ্ছেন সাকিব-তাসকিন

চলতি মৌসুমে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। একইভাবে গত বছরের মতো এবারও আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। যে কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই তাদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গতবারের মতো এবারও তাসকিনের আইপিএলে খেলার সুযোগ ছিল। তাসকিন যেতে পারেনি। সে যেহেতু অ্যাভেইলেভল না, এ কারণে এটা সে আগেই জানিয়ে দেয়।’


একইসঙ্গে লিটনের কলকাতার হয়ে খেলা প্রসঙ্গে জালাল বলেন, ‘সে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছে, যদিও সব ম্যাচ খেলতে পারবে না। সাকিব যাচ্ছে না, সেটিও চিঠি দিয়ে জানিয়েছে। এসব বিষয়ে বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।’


আইপিএলে খেলার সুযোগ থাকা সত্ত্বেও সাকিব-তাসকিন না যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘তারা যেহেতু আর্থিক বিষয়াদি ছাড় দিয়েছে, তাই এখানে আমাদের করণীয় কী সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা কখনো তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।


আমাদের সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, পাশাপাশি তাদের স্বার্থটাও দেখা আমাদের দায়িত্ব। হয়তো পুরো ক্ষতিপূরণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তবে, যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক তাদের জন্য আমরা কী করতে পারি।’


তবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সাকিবরা কিছু দাবি করেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস। এই বিষয়ে তিনি আরও বলেন, ‘যেহেতু তারা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু দাবি করেনি, তবে আমরা বুঝেছি যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরই আমরা এমন সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিয়েছি।’


এক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লাখ টাকার মতো পেতে পারেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। এছাড়া তাসকিন এবং লিটন পেতে পারেন ১৫ লাখ টাকা করে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও টাকার অঙ্কের কথা জানা যায়নি। তবে বিসিবির তরফ থেকে আর্থিকভাবে ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়া হবে এটা নিশ্চিত।


সূত্রঃ আরটিভ অনলাইন