আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সাকিব

ক্রিকেট দুনিয়া April 12, 2023 863
আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সাকিব

বর্তমানে ব্যাটে-বলে দারুণ ফর্মে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল মাসজুড়ে বাইশগজে দ্যুতি ছড়িয়েছেন। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক কীর্তি।


এবার অসাধারণ সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সাকিব। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।


মার্চ মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। গেল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য কারিগর অলরাউন্ডার সাকিব আল হাসান।


ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।


ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।


ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের।


সূত্রঃ ঢাকা পোস্ট