ম্যাচ হারের পর মুস্তাফিজ সম্পর্কে যা বললেন ওয়ার্নার

ক্রিকেট দুনিয়া April 12, 2023 1,045
ম্যাচ হারের পর মুস্তাফিজ সম্পর্কে যা বললেন ওয়ার্নার

প্রথম তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজকে নিয়েই মাঠে নামে দিল্লি। তবে ভাগ্য পরিবর্তন হয়নি তাদের।


আগের তিন ম্যাচের মতো এবারও হারই সঙ্গী হলো দিল্লির। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাইয়ের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। বল হাতে মুস্তাফিজও নামের প্রতি সুবিচার করতে পারেননি।


মুম্বাই দলপতি রোহিত শর্মার উইকেটটি নিলেও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৬ উইকেট। উইকেটে তখন দুই অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিড। ১৯তম ওভারে দুই ছক্কা হজমের পাশাপাশি ১৫ রান দেন মুস্তাফিজ। তবে ম্যাচ শেষে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রশংসাই পেয়েছেন তিনি।


ওয়ার্নার বলেন, ‘দেখুন নরকিয়া ও মুস্তাফিজ ডেথ ওভারে বিশ্বসেরা। আজ তারা সেটা প্রমাণ করেছে। তবে মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার টিম ডেভিড শেষে এসে জয় ছিনিয়ে নিল। আপনি যদি শেষ তিনটি ম্যাচ দেখেন, এককথায় অসাধারণ।


তবে প্রতিটি ম্যাচেই শেষে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলছি। তবে সবাই দুর্দান্ত খেলেছে। আমরা দুটো বল খারাপ করেছি, আর এতেই ম্যাচ শেষ। আমরা যে এভাবে ম্যাচে ফিরতে পেরেছি, এটাই অনেক কিছু।’


মুস্তাফিজ ও নরকিয়ার বোলিং প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘নরকিয়ার পাশাপাশি মুস্তাফিজ থেকে আমরা এমনটাই আশা করি। তারা দুজনই বিশ্বসেরা। তবে আমার মনে হয়, গত ৩ ম্যাচে আমরা বেশ কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। বিশেষ করে আমরা একসঙ্গে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলছি। অক্ষরের আরো ওপরে ব্যাট করা উচিত।’


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন