শেষ ওভারে রিংকুর ৫ ছক্কায় কলকাতার অবিশ্বাস্য জয়

ক্রিকেট দুনিয়া April 9, 2023 682
শেষ ওভারে রিংকুর ৫ ছক্কায় কলকাতার অবিশ্বাস্য জয়

প্রথম তিন ওভারে বোলিং করতে এসে কলকাতার ব্যাটারদের তোপের মুখে পড়েছিলেন রশিদ খান। প্রথম তিন ওভারে তার খরচা ছিল ৩৫ রান। শেষ ওভার করতে এসে একে একে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন রশিদ।


যদিও শেষ ওভারে কলকাতার ২৯ রানের সমীকরণ মিলিয়েছেন রিঙ্কু সিং। প্রথম বলে উমেস যাদব তাকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন। পরের পাঁচ বলে ইয়াস দয়ালকে টানা পাঁচ ছক্কায় কলকাতাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু। কলকাতার এই ব্যাটার ২১ বলে ৪৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। কলকাতা ম্যাচ জিতে যায় ৩ উইকেট হাতে রেখে।


শ্বাসরুদ্ধকর ম্যাচে গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে কলকাতা। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে ৩ উইকেটে জয় তুলে নেয় কলকাতা।