অবশেষে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

ক্রিকেট দুনিয়া April 8, 2023 17,043
অবশেষে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

এবারের আইপিএলে কলকাতা দলে টেনেছিল সাকিব আল হাসান ও লিটন দাসকে। তবে পারিবারিক কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব আল হাসান। কেকেআর শিবিরে তাই বাংলাদেশি হিসাবে লিটন দাসই সবেধন নীলমণি। আইপিএলে কেকেআর শিবিরের অংশ হতে আগামীকাল ৯ এপ্রিল দেশ ছাড়বেন লিটন দাস।


জানা যায়, শুরুতে ১০ এপ্রিল যাবার কথা থাকলেও এখন ৯ এপ্রিল ভারতে যাচ্ছেন এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার। যদিও ঠিক কয়টার ফ্লাইটে লিটন উড়াল দিবেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। আগামীকালই অবশ্য খেলা আছে কোলকাতা নাইট রাইডার্সের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় লিটনদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।


আইপিএলে এখন অব্দি ২ ম্যাচ খেলে ১ টি করে জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ৭ রানে হারের পর ইডেন গার্ডেন্সে নিতিশ রানার নেতৃত্বাধীন দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় ৮১ রানের বড় ব্যবধানে।


কলকাতা টিমে যোগ দিলে আগামীকাল ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ থাকছে লিটনের। এরপর আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।


তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে লিটনকে। যে সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ লিগে কেকেআরের একটি ম্যাচই বাকি থাকবে – ২০ মে।


সূত্রঃ বিডি২৪রিপোর্ট