ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কাড়ি কাড়ি টাকা। ক্রিকেটার, কোচরা ছাড়াও আইপিএলের ম্যাচ পরিচালনা করে টাকার পাহাড় গড়ছেন আম্পায়াররাও। আইপিএলের একটা ম্যাচ পরিচালনা করে আম্পায়াররা পারিশ্রমিক হিসেবে কত টাকা পান জানেন? ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ রুপি। আক্ষরিক হিসেবে ১ লাখ ৯৮ হাজার রুপি। এটা শুধু ম্যাচ পরিচালনার মূল ভাতা। এর বাইরেও ম্যাচপ্রতি আম্পায়ারদের উপরি পাওনা ১২ হাজার রুপি।
আইপিএলের আম্পায়ার তালিকায় একবার নাম উঠাতে পারলেই আপনি বনে যাবেন লাখপতি। ওপরে উল্লেখিত টাকার অঙ্কগুলো মূলত ‘এলিট’ শ্রেণির আম্পায়ারদের। আসলে আইপিএলে দুই ক্যাটাগরির আম্পায়াররা ম্যাচ পরিচালনা করেন। অভিজ্ঞতা-দক্ষতায় এগিয়ে থাকা পরীক্ষিত আম্পায়াররা পান ‘এলিট শ্রেণি’র মর্যাদা।
অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্নদের রাখা হয় ‘ডেভেলপমেন্ট আম্পায়ার’ বা ‘উন্নয়নশীল’ ক্যাটাগরিতে। তো এলিট শ্রেণির আম্পায়ারদের ম্যাচপ্রতি আয়ের অঙ্কটা তো আগেই বলা হয়েছে। ‘ডেভেলপমেন্ট’ বা ‘উন্নয়নশীল’ ক্যাটাগরির আম্পায়ারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ৫৯ হাজার রুপি। তাদের উপরি পাওনা বলতেও কিছু নেই।
উপরোক্ত হিসাব অনুযায়ী, এলিট ক্যাটাগরির কোনো আম্পায়ার যদি পুরো টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনার সুযোগ পান, তাহলে আইপিএলের এক আসর থেকেই ঐ আম্পায়ারের আয় হবে অন্তত ৪০ লাখ রুপি!
ম্যাচ পরিচালনার ভাতা, হাত খরচসহ অন্যান্য খাতের পাওনার পাশাপাশি বিজ্ঞাপনী সূত্র থেকেও আম্পায়াররা পান মোটা অঙ্কের টাকা। অনেক সময়ই আইপিএলে আম্পায়াররা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার পোশাক পরে থাকেন। এর ফলে মোটা অঙ্কের টাকাই পান তারা।
সূত্রঃ ইত্তেফাক অনলাইন