গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুম যেন সেখান থেকেই শুরু করেছেন এনামুল হক বিজয়। আবাহনী লিমিটেডের হয়ে চলতি আসরে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন বিজয়।মঙ্গলবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৯ বল খেলে পেয়েছেন সেঞ্চুরির দেখা।
বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। দারুণ ছন্দে থাকা দুই ওপেনার নাইম শেখ এবং এনামুল হক বিজয় মিলে গড়েন ১৮৩ রানের জুটি। ১০২ বলে নাইম ৯৪ রান করে আউট হলেও বিজয় পেয়েছেন সেঞ্চুরির দেখা। হাঁকিয়েছেন ১০টি চার এবং ২টি ছক্কা, স্ট্রাইক রেট ১০৫.৫০।
এই প্রতিবেদন লেখা অব্দি, আবাহনীর সংগ্রহ ৪৩ ওভার শেষে ১ উইকেটে ২৭৭ রান। বিজয় অপরাজিত আছেন ১৪১ রানে।