ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ

ক্রিকেট দুনিয়া April 3, 2023 590
ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে শুরু হবে একমাত্র টেস্টটি। তার আগে এমন দুঃসংবাদ অবশ্যই বাংলাদেশ শিবিরের জন্য খারাপ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন।


জানা গেছে তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তিনি। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। তবে বিসিবির সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।


বিসিবির মেডিকেল বিভাগের একজন বলেন, তাসকিনের সাইড স্ট্রেইনে একটু ব্যথা আছে। এত সিরিয়াস কিছু নয়। কিন্তু ম্যাচ খেললে আরেকটু বাড়তে পারে। এজন্য সতর্কতা হিসেবে মিরপুর টেস্টে তাসকিন থাকছে না।


চোটের জন্যই তিনি সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছিলেন তাসকিন। এর আগে সাত মাস ইনজুরির কারণে টেস্ট খেলা হয়নি তার। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ হলেও ফের বাগড়া দিল ইনজুরি।


সূত্রঃ চ্যানেল ২৪