ডিপিএলে আবারও সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়

ক্রিকেট দুনিয়া April 2, 2023 1,622
ডিপিএলে আবারও সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়

দেশের ঘরোয়া লিগে এনামুল হক বিজয়ের ব্যাট বারবরই হাসে। কয়েক দিন আগেই এই ব্যাটার ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ম্যাচেই সেঞ্চুরির পর এই কীর্তি গড়েন বিজয়।


ডিপিএলের গত আসরের মতো এবারের আসরেও ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন বিজয়। ডানহাতি এই ওপেনারের ব্যাট ছুটছে রানের ফোয়ারা। সেই ধারাবাহিকতায় আজ আবারও সেঞ্চুরির দেখা পেলন তিনি। যা চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি।


রোববার (২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের মুখোমুখি হয় নামে আবাহনী। ম্যাচটিতে আগে ব্যাট করতে করতে নেমে ১০৭ রানের দুর্দান্ত ইনিং খেলেন বিজয়।


এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আবাহনীর কাপ্তান মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ব্যাটাররা। নাইম শেখ এবং বিজয় মিলে দুর্দান্ত সূচনা এনে দেয়।


তবে অর্ধশতক পূর্ণ করে নাইম ৫৮ রানে ফেরেন। একপ্রান্ত আগলে রেখে বিজয় ব্যক্তিগত শতক তুলে নেন। ৪৪ ওভার চলাকালে তিনি রান আউটের ফাঁদে কাটা পড়েন। প্যাভিলয়েনে ফেরার আগে ১২৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন বিজয়।


নির্ধারিত ওভার শেষে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। মাঝারি সেই লক্ষ্যের বিপরীতে ব্যাট করছে ঢাকা লেপার্ডস।


সূত্রঃ চ্যানেল২৪