সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া April 1, 2023 732
সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

এনওসি ইস্যুতে টালমাতাল ছিল সবকিছু। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে বিসিবি। কেননা আইরিশদের বিপক্ষে এই টেস্ট দলে রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস।


দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল থেকে।


ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ। যদিও শেষটা রাঙিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে। টেস্টে অবশ্য নবীন আয়ারল্যান্ড। তাদের তুলনায় বাংলাদেশ ঢের এগিয়ে।


বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।