এক নজরে দেখে নিন আইপিএলের দশ দলের স্কোয়াড

ক্রিকেট দুনিয়া March 30, 2023 770
এক নজরে দেখে নিন আইপিএলের দশ দলের স্কোয়াড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট লিগের ১৬তম আসর বসছে শুক্রবার (৩১ মার্চ)। আইপিএল এতটাই প্রভাবশালী টুর্নামেন্ট যে, এর জন্য আইসিসির বার্ষিক ক্যালেন্ডারেও আলাদা জায়গা বরাদ্দ রাখতে হয়। এবারের আইপিএলের সময় বাংলাদেশসহ বেশ কিছু দলের আন্তর্জাতিক ম্যাচ থাকলেও দলগুলোর অনেক বড় বড় তারকাই দেশের খেলা বাদ দিয়ে খেলবেন এই টুর্নামেন্টে। অনেকেই এখনও অনুমতি না পেলেও মুখিয়ে আছেন খেলতে।


এবারের আইপিএলে ভারতীয় ক্রিকেটের বড় সব তারকা তো খেলছেনই, সেই সঙ্গে দেখা মিলবে বিশ্বক্রিকেটের প্রায় সব বড় তারকাকেই। একনজরে এবারের আইপিএলে সব কটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নেয়া যাক–


কলকাতা নাইট রাইডার্স:

শ্রেয়াস আইয়ার (ইনজুরড), নিতিশ রানা (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড), উমেশ যাদব, টিম সাউদি (নিউজিল্যান্ড), হারশিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিনকু সিং, নারায়ণ জগাদেশান, বৈভব অরোরা, সুয়াস শর্মা, ডেভিড ভিসে (নামিবিয়া), কুলোওয়ান্ত খেজরোলিয়া, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।


চেন্নাই সুপার কিংস:

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), রুতুরাজ গাইকোয়াড়, আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি (ইংল্যান্ড), শিভাম দুবে, রাজবর্ধন হাঙ্গারজকার, ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), সিমারজিত সিং, প্রশান্ত সোলাংকি, মহেশ থাকসিনা (শ্রীলঙ্কা), আজিঙ্কা রাহানে, বেন স্টোকস (ইংল্যান্ড), শাইক রশীদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন (নিউজিল্যান্ড), অজয় মণ্ডল, ভগত ভার্মা ও সিসান্দা মাগালা।


মুম্বাই ইন্ডিয়ানস:

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, ইশান কিশান, দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), তিলক ভার্মা, জোফরা আর্চার (ইংল্যান্ড), টিম ডেভিড (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃত্বিক সওকীন, অর্জিন টেন্ডুলকার, ত্রিস্তান স্ট্যাবস (দক্ষিণ আফ্রিকা), কুমার কার্তিকিয়া, জেসন বেহেরেনডর্ফ (অস্ট্রেলিয়া), আকাশ মাধওয়াল, ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া), ঝাঁই রিচার্ডসন (অস্ট্রেলিয়া), পীযুষ চাওলা, ডুয়ান ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), বিষ্ণু বিনোদ, শামস মুলানি, নেহাল ওয়াধেরা ও রাঘব গোয়াল।


দিল্লি ক্যাপিটালস:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া/ অধিনায়ক), অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, আনরিখ নরখিয়া (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), সরফরাজ খান, কামলেশ নগরকোটি, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপাল প্যাটেল, ইয়াশ ধুল, রোভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), প্রবীণ দুবে, লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), ভিকি অস্তোয়াল, আমান খান, ফিল সল্ট (ইংল্যান্ড), ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মনিশ পান্ডে, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা) ও অভিষেক পোরেল।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু:

ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা/ অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাকওয়েল (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ, হারশাল প্যাটেল, ওয়ান্নিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, রজত পাতিদার, অনুজ রাওয়াত, আকাশ দীপ, জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), মাহিপাল লমরোর, ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), সুয়াস প্রভুদেশাই, কর্ন শর্মা, সিদ্ধার্থ কাউল, ডেভিড উইলি (ইংল্যান্ড), রেস টপলি (ইংল্যান্ড), হিমাংশু শর্মা, মনোজ ভান্ডাগ, রাজন কুমার, অবিনাশ সিং, সনু যাদব ও মিচেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)।


পাঞ্জাব কিংস:

শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া), প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা), জিতেশ শর্মা, রাজ বাওয়া, রিশি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), অথর্ব তাইদে, আর্শদীপ সিং, নাথান ইলিস (অস্ট্রেলিয়া), বালতেজ সিং, কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), হারপীত ব্রার, রাহুল চাহার, স্যাম কুরান (ইংল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারপ্রীত ভাটিয়া, বিদ্ব্যত কাভেরাপ্পা, শিভাম সিং ও মোহিত রাঠে।


রাজস্থান রয়্যালস:

সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জাইসাওয়াল, শিমরন হেটমেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), দেবদূত পাড়িকাল, জস বাটলার, ধ্রুভ জুরেল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যিওঝবেন্দ্র চাহল, কেসি কারিয়াপ্পা, জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ডনোভান ফেরেইরা (দক্ষিণ আফ্রিকা), কুনাল রাঠোর, অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), কেএম আসিফ, মুরুগান অশ্বিন, আকাশ বশিষ্ঠ, আব্দুল পিএ ও জো রুট (ইংল্যান্ড)।


সানরাইজার্স হায়দরাবাদ:

এইডেন মার্করাম (অধিনায়ক), আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কার্তিক তিয়াগি, টি নটোরাজন, ভুবনেশ্বর কুমার, মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) , ফজলহক ফারুকি (আফগানিস্তান), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), আদিল রশিদ (ইংল্যান্ড), মায়াঙ্ক মারকান্ডে। বিভ্রান্ত শর্মা, সামারাথ ভায়াস, সানভির সিং, উপেন্দ্র সিং যাদব, মায়াঙ্ক দাগার, নিতিশ কুমার রেড্ডি, আকিল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ) ও আনমোলপ্রীত সিং।


গুজরাট টাইটানস:

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), রাহুক্ল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজেরি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সাংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নুর আহমেদ, কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ওডেন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), কেএস ভারত, শিভাম মাভি, উরভিল প্যাটেল, জশুয়া লিটল ও মোহিত শর্মা।


লখনৌ সুপারজায়ান্টস:

কেএল রাহুল (অধিনায়ক), আয়ুশ বাদনি, করন শর্মা, মানান ভোহরা, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া), কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান, মোহসিন খান, মার্ক উড (ইংল্যান্ড), মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণুই, নিকলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), জয়দেব উনাদকাট, ইয়াশ ঠাকুর, রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল শামস (অস্ট্রেলিয়া), অমিত মিশ্র, প্রিরাক মানকাড, স্বপ্নিল সিং, নাভিন উল হক (আফগানিস্তান) ও যুদ্ধবীর চাড়াক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪