জাতীয় দলের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত বছর বার্ষিক চুক্তির আওতায় ছিলেন ২৮ জন, এবার সেই তালিকা কমে হয়েছে ২৬। গতবার সর্বোচ্চ তালিকায় ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জশপ্রিত বুমরাহ। এবার সেই তালিকায় ঢুকেছেন রবীন্দ্র জাদেজা।
এবারের বার্ষিক চুক্তিতে সবচেয়ে বেশি লাভ হয়েছে অক্ষর প্যাটেলের। তিনি গতবার ছিলেন ‘সি’ গ্রুপে, এবার প্রমোশন পেয়ে উঠে এসেছেন ‘এ’ গ্রুপে। তার মানে তার বার্ষিক আয় বেড়েছে চার কোটি টাকা।
তবে সবচেয়ে বেশি লস হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার শিখর ধাওয়ানের। তিনি ‘এ’ গ্রুপ থেকে নেমে গেছেন ‘সি’ গ্রুপে। যে কারণে তার ক্ষতি হয়েছে চার কোটি।
বিসিসিআই বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য চারটি ক্যাটাগরি করেছে। ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। তালিকাগুলোতে থাকা ক্রিকেটাররা বছরে পান যথাক্রমে সাত, পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা-
এ প্লাস গ্রেড: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা।
এ গ্রেড: হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল।
বি গ্রেড: চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল।
গ্রেড সি: উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিশান, দীপক হুদা, যুববেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত।
সূত্রঃ যুগান্তর অনলাইন