আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে যাচ্ছেন সাকিব!

ক্রিকেট দুনিয়া March 26, 2023 1,186
আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে যাচ্ছেন সাকিব!

তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত হওয়ায় গুরুত্বপূর্ণ এ তিন ক্রিকেটার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো। এনওসি জটিলতায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।


বিসিবির এই সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন ক্রিকেটাররাও। গুঞ্জন আছে, লিগের প্রথম থেকে এনওসি না দেওয়ায় আইপিএল থেকে সমঝোতার ভিত্তিতে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারের কয়েকজন ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, আইপিএলে যাওয়া না যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন সাকিব।


খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব আশা করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সুযোগ করে দেবে বিসিবি। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজ থেকেও ছুটি পাবেন তিনি। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়া ব্রিফিংয়ে জানান, জাতীয় দলের খেলা শেষ হলে আইপিএলের অনাপত্তিপত্র পাবেন তিন ক্রিকেটার।


মুস্তাফিজুর রহমান টেস্টের চুক্তিতে না থাকায় টি২০ সিরিজ শেষ করেই দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারছেন। সাকিব-লিটনকে যেতে হবে টেস্ট ম্যাচ শেষ করে। কারণ, তাঁরা দু’জনই লাল বলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং অধিনায়ক-সহঅধিনায়ক। বিসিবি থেকে সেভাবেই অনাপত্তিপত্রও তৈরি করতে বলা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে।


মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চলবে ৪ থেকে ৮ এপ্রিল। টেস্ট শেষ করে যেতে হলে সাকিব-লিটন কেকেআরের দুই থেকে তিনটি ম্যাচে নাও থাকতে পারেন।


কেকেআর ম্যানেজমেন্ট বিষয়টিকে ভালো চোখে দেখছে না। টি২০ বিশ্বসেরা অলরাউন্ডারের কাছের একজন এক দৈনিক পত্রিকাতে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনাপত্তিপত্র দেওয়া নিয়ে বিসিবি যে অবস্থান নিয়েছে, তাতে কেকেআর ভালোভাবে নেয়নি।


টেস্ট খেলে যেতে হলে অর্ধেক ম্যাচেও থাকতে পারবে না। ১৫ থেকে ২০ দিন পাবে। আর ওখানে গেলেই তো খেলাবে না। এ কারণেই হয়তো আইপিএলে না যাওয়ার কথা ভাবছে সে। যতটা বুঝতে পেরেছি, সে না যাওয়ার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪