আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজ নিশ্চিত হতে পারতো দ্বিতীয় ওয়ানডেতেই। তবে বৃষ্টি সেই ম্যাচে পুরোপুরি পন্ড করে দেয়। যে কারণে সিরিজ জয়ের জন্য সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।
আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।
এর আগে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বেশ দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টি আর সেই ম্যাচ এগুতে দেয়নি।
বাংলাদেশের আজকের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায় একাদশে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), ম্যাথিউ হামফ্রেস, হ্যারি টেক্টর, লর্কান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।