ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবের পরিচয় বিধ্বংসী ব্যাটার হিসেবেই। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ওপর রীতিমত ঝড় বইয়ে দেন তিনি। এই ফরম্যাটের র্যাংকিংয়েও শীর্ষ অবস্থান এই ডানহাতি ব্যাটারের। কিন্তু ওয়ানডেতে সেই চেনা রূপ যেন হারিয়ে ফেলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই কোনো রান করতে পারেননি সূর্যকুমার। শুধু কি তাই, তিন ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলেই।
অর্থাৎ টানা তিন ‘গোল্ডেন ডাক’! প্রথম দুই ম্যাচে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সূর্য। আর আজ স্পিনার অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন বোল্ড। আর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক মারলেন।
সূর্যের এই লজ্জার রেকর্ডের দিনে ভারত হেরেছে ২১ রানে। আর সেইসাথে তিন ম্যাচের সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪