ছক্কা মারতে না পারায় সাকিবকে তাড়িয়ে দিলেন সতীর্থরা!

ক্রিকেট দুনিয়া March 8, 2023 2,230
ছক্কা মারতে না পারায় সাকিবকে তাড়িয়ে দিলেন সতীর্থরা!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বড় শট খেলার অনুশীলনে পূর্ণ মনযোগ ছিল টাইগারদের। টি-টোয়েন্টি স্কোয়াডে অধিনায়ক সাকিব আল হাসানই একমাত্র পঞ্চপাণ্ডবের সদস্য।


জহুর আহমেদে আজ (৮ মার্চ) সাকিব ছিলেন পুরোদস্তুর নেতার ভূমিকায়। দলে লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞদের সাথে তরুণ তৌহিদ হৃদয়, তানভীর ইসলামদেরও সামলাতে হবে তাকে।


অনুশীলনে আজ সেটা দারুণভাবেই করেছেন সাকিব। সেন্টার উইকেটে রেঞ্জ হিটিংয়ে লম্বা সময় পার করেছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয় ও সাকিব নিজে।


ছক্কা মারার মতো একটি বলে বড় শটই খেলেন সাকিব। বল পড়ে বাউন্ডারি লাইনের কিছুটা সামনে। সাকিবের দাবি ছক্কা, বাকি ব্যাটারদের দাবি চার। ব্যাটিং চালিয়ে যেতে হলে মারতে হবে ছক্কা, এই শর্তেই চলছিল অনুশীলন৷


কিন্তু ছক্কা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকায় শান্তসহ বাকিরা মজা করতে করতে সাকিবকে সরে যেতে বলেন। দুষ্টুমির ছলে অনেকটা টেনেই বের করে আনেন সাকিবকে। সতীর্থদের জ্বালায় টাইগার দলপতিও টিকতে পারেননি।


আগামীকাল (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টির আগে এভাবে হাসি, ঠাট্টা, মজা আর সিরিয়াসনেসে কেটেছে বাংলাদেশের অনুশীলন।


অধিনায়ক সাকিব দফায় দফায় সতীর্থ ও কোচিং স্টাফকে নিয়ে আলাপ আলোচনায় ব্যস্ত সময় পার করেছেন। বল হাতে আফিফ হোসেনকে নিয়ে কাজ করেছেন বেশ কিছুক্ষণ।


সেন্টার উইকেটে ব্যাট করা লিটন, হৃদয়দের দিয়েছেন ভালো সময়। তাদের সাথে ব্যাটিং নিয়ে আলাপ আলোচনা করতেও দেখা গেছে টাইগার দলপতিকে।


সূত্রঃ ডেইলি ক্রিকেট