পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন সাকিব

ক্রিকেট দুনিয়া February 19, 2023 2,143
পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন সাকিব

পিএসএল ছাড়লেন টাইগারদের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। জরুরি পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন তিনি। এবারের আসরে মাত্র একটি ম্যাচে খেলেছেন তিনি। সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।


রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে।


পেশোয়ারের হয়ে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে সাকিব করেছিলেন মোটে ১ রান। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪