বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে স্কাই স্পোর্টস

ক্রিকেট দুনিয়া February 19, 2023 421
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে স্কাই স্পোর্টস

শোনা গিয়েছিল বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ সম্প্রচারে আগ্রহী নয় ইংলিশ কোনো মিডিয়া। অবশেষে কেটে গেলো শঙ্কা, দূর হলো সব সংশয়; অনিশ্চয়তার বেড়াজাল কেটে বাংলাদেশের খেলা দেখা যাবে ইংল্যান্ডেও।


বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে স্কাই স্পোর্টস। আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে ইংলিশ মিডিয়াগুলো অনীহা দেখাচ্ছে বলে দাবি করেছিল টেলিগ্রাফ।


তাদের সেই প্রতিবেদনে জানানো হয়েছিল লাভ কম হবার শঙ্কায় বাংলাদেশ সফরের খেলা সম্প্রচারে অনাগ্রহী ইংলিশ মিডায়া। তবে সব জল্পনা-কল্পনা দূর করে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে স্কাই স্পোর্টস। বাংলাদেশে খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।


আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড, অর্ধ যুগেরও বেশি সময় পর বাংলাদেশে আসছে ইংলিশরা। এই সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১ মার্চ, সিরিজ শেষ হবে ১৪ মার্চ।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট