আরও একজনকে যুক্ত করা হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে

ক্রিকেট দুনিয়া February 18, 2023 555
আরও একজনকে যুক্ত করা হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে আরেকজনকে নেওয়া হবে, জানালেন প্রধান নির্বাচক। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে যারা বাদ পড়েছেন কিংবা আশা করেও জায়গা পাননি, তারা আবার আশায় বুক বাঁধতে পারেন। আরও একজনের সুযোগ যে সামনে আসবে! অনুশীলন ম্যাচের পর দলে আরেকজনকে যোগ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।


তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাতে। সবশেষ ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ছিল ১৬ জনের। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের দলে নেওয়া হয় ১৪ জনকে।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শুক্রবার জানান, কয়েকজনের চোট সমস্যার কারণে একটু অপেক্ষা করছেন তারা। ‘আমরা ১৫ নম্বর হিসেবে একজনকে দলে যুক্ত করব। ইয়াসির, সোহানের একটু ফিটনেস কনসার্ন আছে। আরও কিছু ক্রিকেটারকে ডাকছি আমরা প্র্যাকটিসে। আমরা যে পরিকল্পনায় এগোচ্ছি, আমাদের তো একটা পুল আছে ২১ জনের, তাদের মধ্য থেকেই একজনকে দলে নেব।’


আরো বলেন, ‘প্র্যাকটিস দেখব আমরা। একটি প্র্যাকটিস ম্যাচ হবে ২২ তারিখে। তার পর আরেকজনকে নেওয়া হবে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে ইংল্যান্ডের বিপক্ষে জায়গা পাননি ইয়াসির আলি, নাসুম আহমেদ, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।


সূত্রঃ স্পোর্টসজোন২৪