দলের দায়িত্ব নিতে হাথুরুসিংহে ঢাকায় আসছেন ২০ ফেব্রুয়ারি

ক্রিকেট দুনিয়া February 13, 2023 255
দলের দায়িত্ব নিতে হাথুরুসিংহে ঢাকায় আসছেন ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ৫৪ বছর বয়সী লঙ্কান এই কোচ আগামী দুই বছর টাইগার শিবিরে সাকিব আল হাসান, তামিম ইকবালদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন।


এদিকে আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে লাল সবুজ দলের দায়িত্বভার বুঝে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হাথুরু।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে।


প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। তবে ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন হাথুরু।


প্রায় ছয় বছর পর একই ভূমিকায় বাংলাদেশ দলে কোচিংয়ে ফিরছেন হাথুরুসিংহে। দ্বিতীয়বার দায়িত্বে এসে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।


সূত্রঃ আরটিভি অনলাইন