খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন

ক্রিকেট দুনিয়া February 13, 2023 398
খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তি পেলেন সুজন

শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারায় খুলনা টাইগার্স। টানা হারের পর জয়ের রাতে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন বিতর্কের সৃষ্টি করেন। খেলা চলাকালীন সময়ে ড্রেসিংরুমে ধূমপান করেন, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে।


ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তির মুখে পড়েছেন খালেদ মাহমুদ সুজন। যদিও বড় কোনো শাস্তির মুখে পড়তে হয়নি খুলনার এই কোচকে। বিসিবির দেয়া ‘লঘু’ শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন তিনি।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি।


জরিমানার পাশাপাশি সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি, থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।


এর আগে, বিপিএলের গত আসরে মাঠে ই-সিগারেট টেনে শাস্তির মুখে পড়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।


সূত্রঃ চ্যানেল ২৪