পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত

ক্রিকেট দুনিয়া February 13, 2023 1,722
পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত

প্রথম টেস্ট ভারতের স্পিনারদের দাপটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে। এরপর ঐচ্ছিক অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অতিথিদের অনুরোধের পরও মূল উইকেট ও অনুশীলন পিচে পানি ঢেলে দেয়ায় পরিকল্পনা বাদ দিতে হয়েছে কামিন্সদের। নাগপুরে শনিবার রাতে অজিদের সঙ্গে ঘটা এ ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।


অজি ম্যানেজমেন্ট চেয়েছিল রোববার বিকেলে পাঁচজন খেলোয়াড় নিয়ে হবে অনুশীলন পর্ব। এজন্য তারা ভিসিএ গ্রাউন্ড স্টাফদের বলেছিল যেন মূল উইকেট ও অনুশীলন পিচ ছেড়ে বাকি জায়গা নিয়ে কাজ করা হয়। কিন্তু খেলোয়াড়রা মাঠ ছাড়ার পর স্টাফরা পানি দেয়া শুরু করে। অগত্যা অনুশীলন বাতিল করতে হয়েছে সফরকারী টিম ম্যানেজমেন্টকে।


নাগপুরে ওয়ার্নার-স্মিথদের দুই ইনিংসে ২০ উইকেটের ১৫টিই নিয়েছেন অশ্বিন-জাদেজা। সিরিজে ফিরতে সামনের ম্যাচে কীভাবে এ দুজনকে মোকাবেলা করতে হবে সে বিষয়ে কাজ করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অনুশীলন বাতিল হওয়ায় পরিকল্পনায় ধাক্কা টেস্টের নাম্বার ওয়ানদের।


সূত্রঃ স্পোর্টসজোন২৪