ফেরা হচ্ছে না শ্রীরামের, আগের পদে ফিরছেন সুজন

ক্রিকেট দুনিয়া February 11, 2023 551
ফেরা হচ্ছে না শ্রীরামের, আগের পদে ফিরছেন সুজন

ডমিঙ্গো হেড কোচ থাকাকালীনই শ্রীধরন শ্রীরামকে নিয়ে এসেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকান কোচকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে শ্রীরামকে করা হয় টেকনিক্যাল পরামর্শক। তার অধীনে বিশ্বকাপ ও এশিয়া কাপে বেশ ভালোও করে বাংলাদেশ। তবে ভারতের সাবেক ক্রিকেটার আর ফিরছেন না বাংলাদেশে।


কয়েকদিন আগেই তিন ফরম্যাটের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কান চান্দিকা হাথুরুসিংহের ফেরা নিশ্চিত করে বিসিবি। তাতেই অনিশ্চয়তা তৈরি হয় টি-টোয়েন্টিতে শ্রীরামের ফেরা নিয়ে। এবার ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, শ্রীরামের না ফেরা।


বনানীর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘শ্রীরাম আমার মনে হয় এভেইলেবল না। সম্ভবত সে এখন যোগ দিতে পারবে না। কারণ ওখানে আইপিএলে তার অ্যাসাইনমেন্ট আছে। এটা বাদ দিয়ে পুরো সময়ের জন্য আমাদের এখানে আসা খুবই কঠিন। ’


যিনি সহকারী কোচ হবেন, তিনি ব্যাটিং নির্ভর হবেন বলে আভাস দিয়েছেন জালাল ইউনুস। কিন্তু সহকারী কোচের নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে না। সেটি জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘সহকারী কোচ ব্যাটিং নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম। ’


সূত্রঃ স্পোর্টসজোন২৪