বিপিএলের কোয়ালিফায়ারে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭০ রানের বড় হারে স্বপ্নভঙ্গ নুরুল হাসান সোহানের দলের। তাই ফাইনালের টিকিট পেতে হলে প্লে-অফে দুটি বড় বাধা অতিক্রম করতে হবে রংপুরকে।
সবশেষ কুমিল্লার বিপক্ষে ম্যাচে রংপুরের হয়ে খেলেছেন ৪ বিদেশি-আফগানিস্তানের নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই ও রহমানুল্লাহ গুরবাজ ও ইংলিশ টম কোহলার-ক্যাডমোর। তবে এলিমিনেটর পর্বে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
তাই শিরোপা লড়াইয়ে টিকে থাকার মিশনে নতুন করে আরও ৪ বিদেশি দলে টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। আজ ঢাকায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দুই ক্যারাবিয়ান ডোয়াইন ব্রাভো নিকোলাস পুরান, আফগান মুজিব উর রহমান ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার।
গতকাল (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর ম্যানেজমেন্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে আজ (শনিবার) সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন দাসুন শানাকা। রংপুরের অফিশিয়াল ফেসবুক পেইজে এই খবর জানানো হয়েছে।
সূত্রঃ আরটিভি অনলাইন