শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব। ৪২টি ম্যাচ শেষে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। বিপিএলে আজ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স।
ম্যাচের শেষ মুহূর্তের টানটান উত্তেজনায় হাবিবুর রহমানের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ মুহূর্তে জয়লাভ করেছে খুলনা টাইগার্স। তবে এই ম্যাচে একটি বিতর্ক জন্ম দিয়েছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
ম্যাচের শেষ ওভারে গ্যালারিতে ধূমপান করতে দেখা গিয়েছে তাকে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্রই ছড়িয়ে পড়েছে সেই ছবি।
ক্রিকেট বোর্ডের আইন অনুযায়ী মাঠের মধ্যে প্রকাশ্যে ধূমপান সম্পন্ন নিষেধ। কিন্তু তারপরেও খালেদ মাহমুদ সুজনের প্রকাশ্যে ধূমপান নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা।
সূত্রঃ অনলাইন