কুমিল্লার একাদশে যোগ দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার

ক্রিকেট দুনিয়া February 11, 2023 571
কুমিল্লার একাদশে যোগ দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার

বিপিএলের প্রথম পর্বের খেলা শেষ হলো শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেল সেরা চারে থাকা দলগুলো। এবারের বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের।


ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যও দেখিয়েছে তারা। তবে ২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয় দেশটির ক্রিকেট বোর্ড। যদিও অনুমতি নিয়ে ১০ তারিখ পর্যন্ত কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন।


এদের মধ্যে অন্যতম মোহাম্মদ রিজওয়ান। ১০ ফেব্রুয়ারি এবারের বিপিএলে নিজের সব শেষ ম্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরেছেন তিনি। এরপরই শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা শিবিরে নতুন করে যোগ দিয়েছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি।


কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতি দিয়ে মঈনের ঢাকায় পা খবর নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমে কুমিল্লার সহকারী কোচ হুমায়ন কবীর রিজওয়ানের বদলি হিসেবে যে মঈন আলি ফিরছেন সে তথ্য নিশ্চিত করেছিলেন।


কুমিল্লার সাপোর্ট স্টাফের সেই সদস্য বলেছিলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তার বিকল্প হিসেবে মঈন আলি আসবে। আগামী দু-একদিনের মধ্যে ইংল্যান্ডের এই অলরাউন্ডার আমাদের দলে চলে আসবে।’


সূত্রঃ চ্যানেল ২৪